ভিশনঃ বাংলাদেশ একটি উদীয়মান, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ‘গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা’ হবে  ‘যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে ‘জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণ’এবং ‘জাতিসংঘের সনদ মেনে চলার’ প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। উক্ত প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২৩ ডিসেম্বর ২০০৯ তারিখে ‘আইন ও বিচার বিভাগ’ নামে একটি পূর্ণাঙ্গ বিভাগ প্রতিষ্ঠা করা হয়। আইন ও বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সলিসিটর উইং। বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’। উক্ত অনুচ্ছেদের আলোকে সলিসিটর উইং-এর লক্ষ্য (Vision) হচ্ছে দক্ষ, কার্যকর ও সেবামুখী কর্মকান্ডের মাধ্যমে রাষ্ট্র ও জনজীবনের সর্বক্ষেত্রে আইনের শাসন সমুন্নত রেখে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা।

 

মিশনঃ যুগোপযোগী প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তির প্রয়োগ ও জনবল ব্যবস্থাপনা দ্বারা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি দক্ষ, আধুনিক, সেবামুখী, কল্যাণধর্মী ও দায়বদ্ধ সলিসিটর উইং প্রতিষ্ঠা করা। বিচার ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত উন্নয়ন সাধনপূর্বক জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে এমন সহায়ক পরিবেশ সৃষ্টি করা, যার মাধ্যমে ২০১৬ সালের মধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/পরিদপ্তর/অধিদপ্তরের সুষ্ঠু আইনী ব্যবস্থাপনা, সকল পর্যায়ে সরকারী আইন কর্মকর্তাগণের যথার্থ নিয়োগ, সম্পাদিত কর্মমূল্যায়ন পদ্ধতির প্রবর্তন এবং মামলা-মোকদ্দমার জট কাঙ্ক্ষিত পর্যায়ে হ্রাসকরণ সম্ভব হবে।