এক নজরে সলিসিটর উইং
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সলিসিটর উইং। সলিসিটর উইং মূলতঃ সরকারের পক্ষে বা বিপক্ষে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আদালতের মামলা মোকদ্দমায় প্রতিদ্বন্ধিতা করে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের বিচারাধীন মামলার আইনগত বিষয়ের মতামতসহ তা হতে উদ্ভুত অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও Bangladesh Law Officers Ordinance, 1972 অনুযায়ী আইন কর্মকর্তা অর্থ্যাৎ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলসহ দেশের বিভিন্ন আদালতে বিজ্ঞ সরকারী উকিল/পাবলিক প্রসিকিউটর ও অন্যান্য আইন কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে থাকে এবং প্রশাসনিক ট্রাইব্যুনালসহ অন্যান্য বিশেষ আদালতসমূহের আইন কর্মকর্তা নিয়োগসহ মামলা পরিচালনা করে থাকে। এই লক্ষ্যে অত্র উইং এ ৬ টি শাখায় ৭৭ জনবল বিদ্যমান।
সলিসিটর উইং নিম্নবর্ণিত শাখাসমূহের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করে থাকেঃ
- প্রশাসন
- সিভিল
- রীট
- ফৌজদারী
- জিপি/পিপি
- এটি/এএটি