০১) আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং এর জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী শাখা বিন্যস্ত হওয়ায় প্রশাসন শাখা – ১ ও ২ এর কর্ম বন্টন করা আবশ্যক বিধায় নিম্নে বর্ণিতভাবে কর্ম বন্টন করা যেতে পারে।

প্রশাসন শাখা-১

০২) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর হতে সলিসিটর অফিসে প্রাপ্ত চিঠি ও নথিপত্র গ্রহণ ও তা সংশ্লিষ্ট শাখায় বন্টন এবং সলিসিটর অফিসের চিঠিপত্র অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও অফিসে প্রেরণ;

০৩) সলিসিটর অফিসের কর্মচারীদের বেতন-ভাতার বিষয়, চাকুরী বহি লিপিবদ্ধ ও সংরক্ষণ, ছুটি মঞ্জুর, দক্ষতা-সীমা অতিক্রম এবং শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণ;

০৪) সরকারি কাজে ব্যবহার্য ফরম ও স্টেশনারী দ্রব্যাদির তালিকা প্রস্তুত এবং তা সংগ্রহের ব্যবস্থা করা এবং সংগৃহীত দ্রব্যাদি সলিসিটর অফিসের বিভিন্ন শাখায় সরবরাহ করা;

০৫) সলিসিটর অফিসের জন্য সার্ভিস স্ট্যাম্প সংগ্রহ করা;

০৬) ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের কেস এ্যানোটেশন পরীক্ষা-নিরীক্ষার পর উক্ত এ্যানোটেশন অনুমোদিত হলে জেল ম্যাজিস্ট্রেট বরাবর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণের নামে ছাড়পত্র জারী করা;

০৭) সলিসিটর অফিস সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও জাতীয় সংসদ বিষয়ক শাখায় প্রেরণ;

০৮) সলিসিটর অফিসের জন্য বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন এবং রাজস্ব খাতে বরাদ্দকৃত অর্থ বন্টন;

০৯) সমগ্র বাংলাদেশের সরকারী উকিল, স্থানীয় সরকারী উকিল, পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর, বিভাগীয় স্পেশাল ও জজ আদালত, বিশেষ জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটরগণের বিল পরিশোধ ও অন্যান্য আনুষঙ্গিক খরচাদি পরিশোধের জন্য স্থানীয় কর্তৃপক্ষের নিকট বাজেট প্রেরণ;

১০) ব্যয় বরাদ্দের ব্যাপারে সময়ে সময়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন;

১১) সলিসিটর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিল, অন্যান্য বিল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগে সরকার পক্ষে নিয়োজিত আইন কর্মকর্তাগণের বিল ও সরকারী মোকদ্দমায় নিয়োজিত বিশেষ আইনজীবীগণের দাখিলকৃত বিল, সরকারী মামলা পরিচালনার্থে মামলার খরচ, যথা-কোর্ট ফি, ইত্যাদি এবং অন্যান্য যাবতীয় বিল ও ভাউচার পরীক্ষা-নিরীক্ষার পর তা অনুমোদনের ব্যবস্থা গ্রহণ।

১২) উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।

 

প্রশাসন শাখা-২

০১) সলিসিটর অফিসের নৈমত্তিক প্রশাসন;

০২) সলিসিটর অফিসের জন্য আসবাবপত্র ও স্টেশনারী দ্রব্যাদি ক্রয়ের ব্যবস্থা এবং ক্রয়কৃত আসবাবপত্র  ও স্টেশনারী বিভিন্ন শাখায় সরবরাহ;

০৩) পুরাতন আসবাবপত্র, ঘড়ি, কম্পিউটার, ফ্যাক্স ও ফটোকপি মেশিন ইত্যাদি মেরামতের ব্যবস্থা;

০৪) সলিসিটর অফিসের সম্ভাব্য খরচের অগ্রিম উত্তোলিত বিল পরিশোধের জন্য অনুমোদন দান;

০৫) সলিসিটর অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য পোষাক, ছাতা ও জুতা সরবরাহের ব্যবস্থা;

০৬) সকল প্রকার নিয়োগ, পদোন্নতি, বদলি, দরপত্র বিজ্ঞপ্তি, চাকুরী বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ, গুরুত্বপূর্ণ মামলার রায়, ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে প্রেরণ;

০৭) উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।

 

             *ডেটা