১) রাষ্ট্র যে সকল ফৌজদারী মোকদ্দমায় বাদী, সে সকল মোকদ্দমা রাষ্ট্র পক্ষে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

২) প্রয়োজনীয় ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের জন্য মামলার “পেপার বুক” প্রস্তুত করার ব্যবস্থা গ্রহণ;

৩) “পেপার বুক” পাওয়ার  সাথে সাথে রাষ্ট্র পক্ষ হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা অ্যাটর্নি জেনারেল অফিসে প্রেরণ;

৪) শুনানীর সময়ে আইন কর্মকর্তা কর্তৃক কোর্টে রাষ্ট্র পক্ষ সমর্থন করার ব্যবস্থা গ্রহণ ও তদারকি;

৫) মামলা শুনানীর পর ফলাফল নথিতে লিপিবদ্ধ করে প্যানেলভুক্ত  ‘এ্যাডভোকেট  অন রেকর্ড’ (AOR) বা স্টেট ডিফেন্স অথবা বিশেষ উদ্দেশ্যে নিয়োগপ্রাপ্ত আইনজীবী ফি প্রদানের ব্যবস্থা;

৬) দায়রা জজ কর্তৃক আসামী খালাস প্রদানের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আপীল দায়ের করার জন্য পাবলিক প্রসিকিউটরের মতামত ও নিম্ন আদালতের নথিপত্র প্রাপ্ত হলে সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষান্তে হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করা যাবে কিনা তদসম্পর্কে মতামত প্রদান এবং উপযুক্ত ক্ষেত্রে আপীল দায়েরের ব্যবস্থা গ্রহণ;

৭) অ্যাটর্নি জেনারেল কার্যালয় কর্তৃক মেমো অব আপীল তৈরী এবং সলিসিটর অফিসে প্রেরণ করার বিষয় তদারকি;

৮) দায়রা জজ কর্তৃক মৃত্যু দন্ডাদেশ প্রদানের বিরুদ্ধে আসামী কর্তৃক হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করা হলে সংশ্লিষ্ট মামলার “পেপার বুক” তৈরী হওয়ার পর তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রেরণ করা;

৯) রায় প্রদানের পর ফলাফল লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে উক্ত ফলাফল অবহিত করা;

১০) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপীল দায়েরের জন্য পাবলিক প্রসিকিউটরের মতামত ও নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

১১) দায়রা জজের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করার জন্য পাবলিক প্রসিকিউটরের মতামতসহ  নথিপত্র পর্যালোচনান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

১২) হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আপীল দায়ের করার জন্য অ্যাটর্নি জেনারেলের মতামতসহ  নথি সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত প্রদানের ব্যবস্থা;

১৩) আপীল বিভাগে মামলা দায়ের করার পক্ষে অভিমত প্রকাশ করা হলে আপীল দায়েরের ব্যবস্থা গ্রহণ;

১৪) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর হতে প্রাপ্ত ফৌজদারী মামলা বিষয়ে আইনগত মতামত প্রদান করা;

১৫) ফৌজদারী মামলা সংক্রান্তে তথ্য জরুরী ভিত্তিতে টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে মাঠ পর্যায় থেকে সংগ্রহ এবং মাঠ পর্যায়ে সরবরাহ করা;

১৬) দৈনন্দিন কার্য তালিকায় সন্নিবেশিত সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ফৌজদারী মামলাসমূহ পর্যালোচনা করে শুনানীর জন্য সংশ্লিষ্ট নথি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রেরণ;

১৭) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।

 

             *ডেটা